সুদীপ্ত বিশ্বাস এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস অষ্টম পর্ব

Samoyiki - সাময়িকী

Sep 11 2022 • 47 mins

সুদীপ্ত বিশ্বাস এবং লিটন রাকিব। 'আরক' শিল্প ও সাহিত্যের নির্যাস অষ্টম পর্ব

কবির কবিতা প্রকাশিত হয়েছে শুকতারা, সন্দেশ, বসুমতী, কিশোর ভারতী, নবকল্লোল, উদ্বোধন, কবিসম্মেলন, চির সবুজ লেখা, তথ্যকেন্দ্র, প্রসাদ, দৃষ্টান্ত, গণশক্তি ইত্যাদি বাণিজ্যিক পত্রিকা ও অজস্র লিটিল ম্যাগাজিনে। কবিতার আবৃত্তি হয়েছে আকাশবাণী কলকাতা রেডিওতে। ঝিনুক জীবন কবির প্রথম বই। ২০১০ এ প্রকাশিত হয়। এরপর 'মেঘের মেয়ে', 'ছড়ার দেশে', 'পানকৌড়ির ডুব', 'হৃদি ছুঁয়ে যায়', Oyster Life, 'অভিলাষ', 'আগডুম বাগডুম' বইগুলো এক এক করে প্রকাশিত হয়েছে। দিগন্তপ্রিয় নামে একটা পত্রিকা সম্পাদনা করেন। কবি পেশাতে পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতা বি ই,এম বি এ, ইউ জি সি নেট। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত তিন ছন্দেই কবিতা লেখেন।বড়দের কবিতার পাশাপাশি ছোটদের জন্যও কবিতা লেখেন।

এই পডকাস্ট পর্বটি সঞ্চালনা করেছেন লিটন রাকিব এবং সম্পাদনা করেছেন আরিফুর রহমান

You Might Like